Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩০

পার্বতীপুরের প্রত্যন্ত পল্লীতে মাদক ব্যবসায়ী সুলতানের দাপটে গ্রামবাসী দিশেহারা

 পার্বতীপুরের প্রত্যন্ত পল্লীতে মাদক ব্যবসায়ী সুলতানের দাপটে গ্রামবাসী দিশেহারা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►

দিনাজপুরের পার্বতীপুরে মাদকসেবী মাদক ব্যবসায়ী সুলতানের দাপটে গ্রামবাসী জিম্মি হয়ে পড়েছে। তার মাদক ব্যবসার বিরোধীতা করায় একাধারে সবার নামে মিথ্যা মামলা দিয়ে নাস্তানাবুদ করার গুরুতর অভিযোগ উঠেছে গ্রামবাসীর পক্ষ থেকে। বৃহস্পতিবার বিকেলে গ্রামে পৌছলে এলাকার দুজন জন প্রতিনিধিসহ গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে অভিযোগ গুলো তুলে ধরেন। 

জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর পশ্চিম পাড়া গ্রামে সুলতান আলী (৫৫) সুদীর্ঘ সময় ধরে গ্রামের মধ্যে মাদক ব্যবসা করে আসছে। যুব সমাজের হাতে দিনের পর দিন তুলে দিচ্ছে গাঁজা, ভাংসহ নানান নেশাজাত দ্রব্য। এ সংক্রান্তে অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে তার বিরুদ্ধে। মাদক ব্যবসা চালিয়ে যেতে বাড়ির পাশে সে গড়ে তুলেছে সেবনকারীদের একটি নিরাপদ ড্যারা। যেখানে দিন-রাত চলে মাদক সেবন এবং ব্যবসা। 

অতিষ্ট হয়ে একই গ্রামের মানিক শাহ্্ ও হাসেম আলী প্রতিবাদ করতে গেলে সুলতান তার নিজের মা’কে স্বাক্ষী বানিয়ে প্রতিপক্ষকে হেনস্তা করতে একটি মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলা দায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন সুলতানের আপন স্বজন, গ্রামের জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা। উপস্থিত সকলে জানান, সম্পতি সে গ্রামে খুবই মারমুখি হয়ে উঠেছে। যার তার নামে মিথ্যে মামলা করছে। এরই ধারাবাহিকতায় বাড়িতে গরু নেই, গরু পালে না অথচ গরু চুরির মামলা দিয়ে প্রতিপক্ষকে জিম্মি করছে। গ্রামে বা বাড়িতে কোন ধরনের ঝগড়া-ঝাটির ঘটনা না ঘটতেই লুটপাটের মামলা দিচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী দিশ-কুল না পেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। 

এ বিষয়ে সুলতানের আপন চাচা হযরত আলীর সাথে কথা হলে তিনি জানান, সুলতান অপরাধ চক্রের সঙ্গে মিশে এসব কর্মকান্ড চালাচ্ছে গ্রামে। এলাকার প্রতিনিধি শাহ্্ মোহাম্মদ মোকার্রম হোসেন ও জিয়াউর রহমান জিয়া জানান, গ্রামে কোন রকমের ঘটনা না ঘটতেই সে তার দাপটকে স্থায়ী করতে টাকা-পয়সা খরচ করে বিভিন্ন মানুষের নামে মামলা-মোকদ্দমা দিয়ে হেনস্তা করছে। এসবের একটা সুরাহা হওয়া দরকার।

অনুসন্ধানকালে সুলতার ও তার স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। ঘটনাস্থল ঘুরে দেখার সময় সুলতানের মাদক সেবন ও ব্যবসার ড্যারাটি চোখে পড়ে। সেখানে মোটর সাইকেল দাড় করিয়ে ড্যারার ভিতর ঢুকে দুইজনকে মাদক সেবন করতে দেখা যায়। গ্রামবাসী, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা মোটর সাইকেল রেখে ড্যারার বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। নিকটস্থ মধ্যপাড়া ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কিছু মাদবসামগ্রী উদ্ধারসহ মোটর সাইকেলটি জব্দ করে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad